Breaking News

‘গানের রাজা’র শীর্ষ ৫ প্রতিযোগীকে নিয়ে ইমরানের ৫ গান

Goldcaptain.com | Selasa, 11/06/2019 | 23:26 WIB

  গানের গান

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩২ মিনিট থেকে চ্যানেল আইতে ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’-এর সরাসরি সম্প্রচার…


প্রতিযোগিতায় তিনজন সেরা হলেও ‘চ্যানেল আই গানের রাজা’র শীর্ষ পাঁচজন ক্ষুদে শিল্পীকে নিয়ে ৫টি মৌলিক গান করার ঘোষণা দিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ খ্যাত শিল্পী ইমরান মাহমুদুল। 

‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্ল্যাটফর্ম থেকে উঠে আসা সময়ের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল নিজেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীত রিয়্যালিটি শো ‘গানের রাজা’র। শুক্রবার (১৯ এপ্রিল) ৬-১৩ বছরের শিশুদের অংশ্রগ্রহণে সংগীতের এই মহা-আয়োজনের গ্র্যান্ড ফিনালে। এ আয়োজনের শীর্ষে থাকা ৫ প্রতিযোগীর জন্য ৫ টি মৌলিক গান তৈরি করবেন বলে জানিয়েছেন ইমরান।

এই ৫টি গান আগামী রোজার ঈদে মিউজিক ভিডিও, প্লেব্যাক, স্টেজ শো দিয়ে বাজিমাৎ করা শিল্পী ইমরান তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ইমরান মাহমুদুল’ থেকে প্রকাশ করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন। 

ইমরান বলেন, শিগগির ৫ জনকে নিয়ে আলাদাভাবে গান রেকর্ড বানাবো। তারপর ভিডিও শুট হবে। ওদের জন্য ৫টি গানই হবে ঈদের বিশেষ চমক।


ইমরান নিজেও রিয়্যালিটি শো থেকে গায়ক হয়েছেন। এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে ‘প্রতিষ্ঠিত শিল্পী’ হিসেবে সারাদেশে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন। তার গান ও ভিডিও মানেই তারুণ্যের কাছে বাড়তি আগ্রহ! 

নিজের অভিজ্ঞতা থেকে এই শিল্পী বলেন, ‘রিয়্যালিটি শো থেকে বের হয়ে অনেকেই মৌলিক গানের জন্য হতাশ হয়ে পড়েন। নিজেই এটা ফেস করেছি।’

‘যেহেতু আমি ওদের রিয়্যালিটি শো’র বিচারক, তাই চাইনা আমার বাচ্চারা ওখান থেকে বের হয়ে কোনো হতাশার সম্মুখীন হয়। নিয়ম অনুযায়ী ১ম, ২য় এবং ৩য় নির্বাচিত হবে। তবে ওরা ৫ জনই ভালো গায়। ওদের চলার পথে দোয়া হিসেবে আমি পাঁচটি মৌলিক গান উপহার দিচ্ছি যে গানগুলো সামনে চলার পথে ওদেরকে সাহায্য করবে। ওদের মধ্যে অন্যরকম একটা এক্সট্রা অডিনারি ট্যালেন্ট আছে’-বলছিলেন ইমরান। 

গত বছরের শেষ দিকে শুরু হওয়া এই আয়োজনের সারাদেশ থেকে ৫ হাজারের বেশি কোমলমতি শিশু অংশগ্রহণে জন্য নাম নিবন্ধন করে। সেখান থেকে বিভিন্ন অডিশন, মেগা অডিশনের পর চূড়ান্ত পর্বের জন্য রাখা হয়েছে ৫ জন প্রতিযোগীকে। তাদের মধ্য থেকে একজন বিজয়ীর মাথায় উঠবে ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস’র মুকুট।

যে ৫ জন প্রতিযোগী চূড়ান্তভাবে লড়ছে তারা হলো: নেত্রকোনা জেলার শফিকুল ইসলাম, রাঙামাটির পনি চাকমা, খুলনার ফাইরুজ লাবিবা, ময়মনসিংহের সিঁথি সরকার এবং চাঁপাইনবাবগঞ্জের মেফতাহুর জান্নাত লরা। 


এই ৫ প্রতিযোগীর মধ্যে যে চ্যাম্পিয়ন হবে পুরস্কার হিসেবে সে পাবে ৫ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থানে যে থাকবে সে পাবে ২ লাখ।

‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনালে অতিথি বিচারক হিসেবে থাকবেন উপমহাদেশের জনপ্রিয়সংগীত তারকা রুনা লায়লা। তার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন ‘গানের রাজা’র শুরু থেকে বিচারকার্য পরিচালনাকারী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। চ্যানেল আই কর্তৃপক্ষ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে আবৃত্তি করবেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন জানান, অনুষ্ঠানের বিশেষ চমক হিসেবে থাকছে চিত্রতারকাদের পরিবেশনা। জুটি বেঁধে নাচবেন পূর্ণিমা-রোশান। আলাদাভাবে নাচবেন পরীমনি।

শীর্ষ ৫ প্রতিযোগীর সঙ্গে গান গাইবেন এস আই টুটুল, তপন চৌধুরী, আগুন, ডলি সায়ন্তনি, তপু। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন লাক্সতারকা মুমতাহিনা টয়া ও শিশু শিল্পী সাহির আমান খান।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩১ মিনিট থেকে ‘গানের রাজা’র গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Tidak ada komentar